• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯

দুর্ঘটনা

ভৈরবে ট্রেন দুর্ঘটনায় হতাহতের সংখ্যা শতাধিক ছাড়ানোর আশঙ্কা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৩ অক্টোবর ২০২৩

কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী এগারোসিন্দুর ট্রেনের সাথে মালবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা শতাধিক ছাড়ানোর আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭। ঘটনাস্থলে উদ্ধারের কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

এর আগে, সোমবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ৩টা নাগাদ ভৈরব জংশনের আগে জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। তার ঠিক আগ মুহূর্তে ভৈরব থেকে এগারোসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা দেয়। এ সময় জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারওসিন্দুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। ধারণা করা হচ্ছে, সংকেতের কোনো জটিলতার কারণেই এ ঘটনা ঘটেছে।

এই দুর্ঘটনার ফলে ঢাকা-সিলেট, ঢাকা-চট্রগ্রাম, ঢাকা-নোয়াখালী ও ময়মনসিংহ-চট্রগ্রাম রেলপথে রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads